ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার স্বরূপ সনদসহ সম্মাননা স্মারক প্রদান করেছেন এসইডিপি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড্ গ্রান্টস্ ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস্ স্কিমের সহায়তায় জেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হয়েছে। আর বৃত্তির টাকা আগেই তাদের মুঠোফোনে চলে গেছে। শিক্ষক মো. শেখ সাদীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন- এসইডিপি’র গবেষণা কর্মকর্তা (বিশেষ শাখা) ড. গৌতম কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জীবন ভট্রাচার্য্য, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, জামায়াতের আমীর মো. এনাম খাঁ, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক ও শিক্ষার্থী মো. ফাহিম আলম প্রমূখ। মো. শামীম মিয়ার কোরআন তেলাওয়াতের পর মুফতী বাকী বিল্লাহ বিমান দূর্ঘটনায় ঢাকার মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের নিহত সকল শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি বলেন, এসইডিপি সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা পরিষদের মান উন্নয়নে সকল প্রকার সহযোগিতামূলক কর্মকান্ড পরিচালনা করছে। আজকে সরাইল উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হচ্ছে। এর বড় উদ্যেশ্য হচ্ছে অন্য শিক্ষার্থীরা যেন দেখে উদ্ভুদ্ধ হয়। পুরস্কার পাওয়ার জন্য তাদের মধ্যেও যেন প্রতিযোগিতার মনোভাব তৈরী হয়। ফলে পাঠ গ্রহন ও পড়ালেখায় মনোয়োগ বৃদ্ধি পাবে। তবে এই প্রোগ্রাম ভবিষ্যতে এমন স্বল্প পরিসরে নয় কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে প্রত্যেক স্কুল ও কলেজে যেন করা হয়। এরফলে অধিক সংখ্যক শিক্ষার্থীর মধ্যে এর প্রভাব পড়বে। একই দিন আরেক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মাধ্যমিক স্কুল কলেজকে শিক্ষা ও ক্রীড়া সামগ্রি প্রদান করেন ইউএনও। প্রতিবন্ধীদের প্রদান করেন হুইল চেয়ার।