২৬ জুলাই ২০২৫ শনিবার সকালে জুলাই পূনর্জাগরণের সমাজ গঠনে ‘সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে সারাদেশের ন্যায় বিরলেও একইসাথে অংশগ্রহণকারীগণ শপথবাক্য পাঠ করেছে।
জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা মেলা আয়োজন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আয়োজিত সমাবেশ ও কর্মসূচিতে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আখতারুজ্জামান, সমাজ সেবা অফিসার আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার মুর্শিদা বেগম, পল্লী উন্নয়ন অফিসার সুবল রায়, সহকারী প্রোগ্রামার জাকির হোসেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশিদ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম, থানার এসআই সোহেল রানা, এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোকাম্মেল হোসেন, ছাত্রপ্রতিনিধি হারুনুর রশীদ, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির প্রমূখ উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্য শেষে একইসাথে লাকোকন্ঠে শপথ পাঠ করেন উপস্থিত সকলে।