বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার রাজধানীতে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর ইশতেহার বিষয়ক এক সংলাপে বললেন, “যারা খাল দখল করে পরিবেশ দূষণ করে, তাদের মনোনয়ন দেওয়া হবে না।”
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার অর্থহীন-বলেন আমির খসরু মাহমুদ।
তিনি উল্লেখ করেন, আগে সরকারের কারণে নির্বাচন হয়নি, তাই কেউ জবাবদিহিতায় আসেনি। এ সময় শেখ হাসিনা বাংলাদেশে জিডিপি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
‘দেশের জন্য সুখবর হচ্ছে জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো কাজ করছে’-উল্লেখ করেন বিএনপির এ নেতা।
সারা দেশের ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি জানান আমির খসরু।