দূর্ভোগে পরীক্ষার্থী ও পথচারীরা

সরাইলে সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০১:২৫ পিএম
সরাইলে সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট

বিভিন্ন ধরণের দাবী তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিক সংঘটন গুলি ধর্মঘটের ডাক দিয়েছেন। এরই প্রেক্ষিতে আজ রোববার সকাল ৬ টা থেকে সরাইল সদরে ও ঢাকা-সিলেট মহাসড়কে চলছে না সিএনজি। ভোর থেকেই সড়ক গুলোর বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে ধর্মঘট সমর্থিত শ্রমিকরা। তারা ২/১ টি সিএনজি চলতে দেখা মাত্র দৌঁড়ে গিয়ে বাঁধা দিচ্ছে। সেই সাথে কিছু জায়গায় ব্যাটারি চালিত অটোরিকশা গুলোও বাঁধার মুখে পড়ছে। আজ উচ্চ মাধ্যমিক শ্রেণির অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা। কেন্দ্রের উদ্যেশ্যে বাড়ি/ বাসা থেকেই বের হয়েই যানবাহন সমস্যায় বিড়ম্বনায় পড়ছে পরীক্ষার্থীরা। নিরুপায় হয়ে তারা ব্যাটারি চালিত অটোরিকশায় উঠছে। সেই অটোরিকশা আবার পিকেটারদের কবলে পড়ছে। এই চিত্র দেখে কিছু শিক্ষার্থী পায়ে হেঁটেই ছুটছে কেন্দ্রের দিকে। ঝরছে ঘাম। পূর্বের মত সময়ে কেন্দ্রে হাজির হতে পারছে না অনেক পরীক্ষার্থী। যানবাহন না পেয়ে চরম দূর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রী ও রোগীরা।  বাধ্য হয়ে নারী পুরুষ রোগী ও শিশুরা পায়ে হেঁটে চলছেন গন্তব্যে। পুরুষ ও মহিলারাও তাদের সাথে থাকা মালের বোঝা মাথায় নিয়ে ছুটছেন মাইলের পর মাইল। তবে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে নিরাপদে যথা সময়ে কেন্দ্রে পৌছা নিশ্চিত করতে সড়কে কাজ করছেন সরাইল থানা পুলিশ। একাধিক শ্রমিক নেতা বলেন, আমাদের শতশত সিএনজি পুলিশের কব্জায় আটক। নিবন্ধনের সময় চলে যাওয়ায় সিএনজি গুলো ছাড়ছেন না তারা। ফলে অনাহারে অর্ধাহারে দিন যাচ্ছে চালকদের। আগে তো মানতিতে চলতো। এখন মানতি বন্ধ। তাই রিনিউ বিহীন সিএনজি চলতে দিচ্ছেন না। আমরা বলেছি হাজার হাজার গাড়ির নিবন্ধন দ্রুততম সময়ে করা সম্ভব নয়। আমাদেরকে কমপক্ষে ৬ মাস সময় দেন। আস্তে আস্তে নিবন্ধন আপডেড করে ফেলি। উনারা আমাদেরকে সেই সময় দিচ্ছেন না। তাই আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের দাবী না মানা পর্যন্ত চলবে ধর্মঘট।

আপনার জেলার সংবাদ পড়তে