বকশীগঞ্জে শীতার্তদের মাঝে রফিক ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে মেরুরচর ইউনিয়নের টুপকারচর সর্দারপাড়া এলাকায় ইমামবাগ দরবার শরীফ মাঠে শীতার্ত ১২ সহস্রাধিক মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পাইন ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা.মো.রেজাউল করিম রেজা। ফাউন্ডেশনের সভাপতি ও ইমামবাগ দরবার শরীফের পীর ক্বারী মো.ইদ্রিস আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাওলানা এডভোকেট নাজমুল হক সাঈদী,বিএনপি নেতা আবদুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফছার আলী,মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ,জামায়াত নেতা মাওলানা সাজ্জাদ হোসাইন,এভারেস্ট ফার্মার ম্যানেজার গোলাম সারোয়ার ও সাংবাদিক শাহীন আল আমীন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফুয়াদ।