নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ আহ্বান করেছে। ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে এ সমাবেশের মধ্য দিয়ে দলটি তাদের ‘নতুন বাংলাদেশ’-এর ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছে।
সমাবেশের প্রাক্কালে শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টায় দলটির আহ্বায়ক ও মুখ্য সংগঠকরা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে একাধিক ভিডিও বার্তা প্রকাশ করেন। বার্তায় তারা বিগত এক বছরের অভিজ্ঞতা, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন।
দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “২০২৪ সালের ৩ আগস্ট আমরা এক দফার ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছিলাম। কিন্তু যে নতুন রাষ্ট্র নির্মাণের প্রত্যাশা আমরা করেছিলাম, সেই যাত্রা এখনো সম্পন্ন হয়নি। আমরা এখনো সেই লড়াইয়ে আছি।”
তিনি আরও বলেন, “আমরা এক বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম—বৈষম্যহীন, নাগরিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার—সেই লক্ষ্যেই এগোচ্ছি। এক বছর পার হলেও আন্দোলনের মূল চেতনা আমাদের মধ্যে অটুট আছে।”
উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, জুলাই মাসজুড়ে তারা বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করেছেন। “আমরা পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে প্রত্যক্ষভাবে সংলাপ করেছি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান—এই তিন ভিত্তিতে নতুন রাষ্ট্রকাঠামোর পরিকল্পনা করেছি,” বলেন তিনি।
তার ভাষায়, “মানুষ কী চায়, কীভাবে একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্র দেখতে চায়, সেই প্রত্যাশাকে ভিত্তি করেই ‘নতুন বাংলাদেশ’-এর ইশতেহার তৈরি হয়েছে।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বারপ্রান্তে আমরা দাঁড়িয়ে। আমাদের কাছে জুলাইয়ের কোনো সমাপ্তি ছিল না—জুলাই ছিল শুরু। একটি সম্ভাবনার শুরু, আকাঙ্ক্ষার শুরু।”
তিনি জানান, গত এক বছরে অনেক চ্যালেঞ্জ এসেছে, সীমাবদ্ধতাও ছিল। তবে তারা সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই আগামী দিনের বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট রূপরেখা দিতে যাচ্ছেন।
নাহিদ বলেন, “আমরা যে নতুন রাষ্ট্রের কথা বলি, নাগরিক মর্যাদার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রের—তার রাজনৈতিক উপকল্প আজ আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ প্রতিটি ইস্যুতে আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এই ইশতেহারে থাকবে।”
দেশবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম আরও বলেন, “৩ আগস্ট আমাদের জন্য শুধু স্মরণীয় একটি তারিখ নয়, এটি ছিল ফ্যাসিবাদবিরোধী নতুন গণবন্দোবস্তের সূচনাদিন। সেই দিনটিকে স্মরণ করতে আমরা আজ আবারও শহীদ মিনারে একত্রিত হচ্ছি।”
আপনারা শহীদ মিনারে আসুন, আমাদের সঙ্গে থাকুন। গতবার আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন। এবারও সেই আস্থার ভিত্তিতে আমরা জনগণের পক্ষে, স্বাধীনতা ও নাগরিক মর্যাদার পক্ষে লড়াই অব্যাহত রাখতে চাই।”
পৃথক এক ভিডিও বার্তায় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, “৩ আগস্ট এক দফা ঘোষণার এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শহীদ মিনারে নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করা হবে। আমরা সারা দেশের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”