মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কারখানায় কর্মরত শ্রমিকদের প্রবেশ পথ চেকিংয়ের সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসির (২৫) নামের এক শ্রমিক'কে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিরাপত্তা কর্মীরা।
রোববার (৩ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের সিকিরগাঁ এলাকায় গড়ে উঠা সামুদা কেমিক্যাল কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনাটি ঘটেছে।
আটককৃত নাসির মিয়া সুনামগঞ্জ জেলার জামালপুর থানার হরিহরপুর গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে। সে উল্লেখিত কারখানায় দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসাবে কাজ করতেন।
জানা গেছে, রোববার সকালে কারখানার ভিতরে প্রবেশের আগে নাসির মিয়ার গতিবিধি সন্দেহ জনক হলে, নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে দেহ তল্লাশি করে। এসময় তার প্যান্টের পকেট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ ওই দিন দুপুরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আগামীকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।