ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন দৌলতখানের সাংবাদিকরা। শুক্রবার সন্ধ্যার পর দৌলতখান প্রেস ক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তুহিন গাজীপুর দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন।
প্রেস ক্লাব সভাপতি মানবজমিন উপজেলা প্রতিনিধি জাকির আলম'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব'র স্থায়ী সদস্য ও ডিইউজ'র নেতা এবং দৌলতখান প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাজাহান সাজু। সিনিয়র সহসভাপতি ও উপজেলা আমার দেশ প্রতিনিধি এম এ খায়ের, সাধারণ সম্পাদক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মিজানুর রহমান,। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বার্তা উপজেলা প্রতিনিধি মো. রাকিব হোসেন, এশিয়া টিভির প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেব, বাংলার কন্ঠ সংবাদদাতা খালেদ মোশাররফ প্রমুখ।