দৌলতখানে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫, ০৩:০৩ পিএম
দৌলতখানে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে  মানববন্ধন

ভোলার দৌলতখানে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার বেলা  ১২ টার দিকে দৌলতখান প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  সাংবাদিক  তুহিন  দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন। 

দৌলতখান প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ খায়ের,  সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ  সম্পাদক কাজী জামাল, মফস্বল  ফোরামের  সভাপতি এম এ মান্নান, সাংবাদিক সি বি  আবির।  এ সময়  মানববন্ধনে দৌলতখানের বিভিন্ন সাংবাদিক  সংস্থা ছাড়াও   , প্রিন্ট ইলেকট্রনিক্স ও  অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।   

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে  কুপিয়ে গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে। পৈশাচিক  নির্মম ঘটনায় তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার দাবি করছি।

আপনার জেলার সংবাদ পড়তে