ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে স্থানীয় সাংবাদিক সমাজ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।
এ মানববন্ধন কর্মসূচীতে উপজেলার সমস্ত প্রকার ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল ও আবুল কালাম প্রমূখ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মুস্তাফিজুর রহমান শিমূল, লিয়াকত আলী লাভলু, আসলাম বেপারী, আহাম্মেদ ইভান, সাইফুল ইসলাম উজ্জল ও সাজ্জাত হোসেন সাজু প্রমূখ।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের ষ্টাপ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চঁাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে অবিলম্বে তাদের প্রত্যেককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে সাংবাদিক হত্যাকান্ডের মদদ দাতাদের খুঁজে বরে করে তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। বক্তারা আরও বলেন, সারা দেশে সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই। তাই দেশের সমস্ত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর হামলার ফলে গণমাধ্যমের স্বাধীনতা রোধের চেষ্টা দেশের গণতন্ত্রের ওপর হুমকি স্বরূপ দাড়িয়েছে। তাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সারা দেশের সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানববন্ধনে জোর দাবী তোলেন বক্তারা।
এ মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলার সাংবাদিক সমাজ এক মিনিট নীরবতা পালন করেন। পরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বিদ্বেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় সাংবাদিকরা।