চাটমোহর-হান্ডিয়াল আঞ্চলিক মহাসড়কে জনদুর্ভোগ সাময়িকভাবে কিছুটা লাঘবের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে সাময়িক সংস্কার কাজ শুরু হয়েছে। চাটমোহর নতুন বাজার জার্দিস মোড় থেকে হান্ডিয়াল চারমাথা পর্যন্ত সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কটি হান্ডিয়াল,নিমাইচড়া,বিলচলন ও গুনাইগাছা ইউনিয়ন এবং চাটমোহর পৌর এলাকার অসংখ্য মানুষের জন্য চলাচলের পথ। অথচ দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটির কোনো সংস্কার কাজ বা পুণঃনির্মাণ না হওয়ায় এটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সড়কটির পুণঃনির্মাণ কাজ শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি। কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পর ঠিকাদার কাজ ফেলে পালিয়ে গেছে। এরপর থেকেই দূর্ভোগের আরেক নাম “চাটমোহর-হান্ডিয়াল সড়ক”।
এ রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সড়কের মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্তের। অসংখ্য গর্ত ও কাদাপানির জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সহজে আর কেউ এই সড়কে যেতে চায়না। বিশেষ করে অসুস্থ রোগী,গর্ভবতী নারী,শিশু,বৃদ্ধ,শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষেরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। স্থানীয় বাসিন্দারা বারবার প্রতিবাদ মানববন্ধন করেছে। এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সড়কটি পূনঃনির্মাণের দাবিতে ‘চেতনায় হান্ডিয়াল’ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে গত ২ আগস্ট সকাল ১০টায় সড়কের ৯টি পয়েন্টে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে পাবনা সড়ক ও জনপথ বিভাগ থেকে সড়কটির বড় বড় গর্তে ইটের খোয়া ফেলে ইট বিছানো শুরু করেছে। সড়কের গর্ত ভরাট করা হচ্ছে। রোলার দিয়ে সমান করার কাজও চলছে। তবে এটি সাময়িক বলে জানালেন এক কর্মকর্তা।সড়কটি পুণঃনির্মাণের জন্য পুনরায় টেন্ডার আহবান করা হচ্ছে। পূর্বের ঠিকাদারের চুক্তি বাতিল,নতুনভাবে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজটি পুনরায় চালুর প্রক্রিয়া চলমান আছে।