মাদারীপুরে গণভোজ থেকে আ'লীগের ৩ নেতা গ্রেফতার

এফএনএস (এস. এম. রাসেল; মাদারীপুর) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৫, ০৭:৩৬ পিএম
মাদারীপুরে গণভোজ থেকে আ'লীগের  ৩ নেতা গ্রেফতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে গণভোজ চলাকালে তিন নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১২'টার দিকে মাদারীপুর পৌর এলাকার ইটেরপুল থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান ও বাদল শিকদার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনটির সদস্যরা দেশের স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে এই আয়োজন করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং নতুন মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যেখানে বেআইনি, সেখানে তারা প্রকাশ্যে সক্রিয় ছিল। এজন্যই তাদের আটক করা হয়েছে। তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে