ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়ায় আহত রিকশাচালক আজিজুর রহমানের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৪:১৫ পিএম
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়ায় আহত রিকশাচালক আজিজুর রহমানের জামিন মঞ্জুর

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি ও মবের হামলার শিকার রিকশাচালক মো. আজিজুর রহমান জামিন পেয়েছেন। আদালতের শুনানি শেষে তাকে কারাগারে রাখার ওপর আর কোনো বাধা নেই বলে আইনজীবী জানিয়েছেন।

রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

আজিজুর রহমানকে ধানমন্ডি-৩২ এলাকায় ফুল দিতে গিয়ে শুক্রবার (১৫ আগস্ট) গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশ গ্রেপ্তার করে। তাকে ধনমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট চলমান জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানার নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকার দিকে মিছিল চলাকালীন আসামিরা গুলি, পেট্রলবোমা ও হাতবোমা নিক্ষেপ করে। এতে ভুক্তভোগী মো. আরিফুল ইসলামের পিঠে গুলি লাগে এবং তিনি পড়ে যান। পরে দুই মাস ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন। ওই ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় আরিফুল ইসলাম হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের সময় আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তিনি বলেন, “আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে এসিনি। আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম।”

পুলিশ জানায়, মামলার সময় প্রত্যক্ষদর্শী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তাকে গ্রেপ্তারের সময়ে সামান্য আঘাত লেগেছিল। আদালত উল্লেখ করেছে, মামলার তদন্তের স্বার্থে তাকে আটক রাখা একান্ত প্রয়োজন, কিন্তু জামিন মঞ্জুর হওয়ায় তার মুক্তি এখন বাধাহীন।

আপনার জেলার সংবাদ পড়তে