সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে সভা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৪:৩৭ পিএম
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে সভা

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে বরিশালের গৌরনদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের আয়োজনে রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সদস্য সচিব মেজর আবুল কালাম আজাদ। অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর মাষ্টার ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম। অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রায় দুইশতাধিক সদস্যরা অংশগ্রহন করেন।