বিগত ১৭ বছর ধরে যারা হামলা মামলা নির্যাতনের স্বীকার হয়েছেন তারাই বিএনপির কমিটিতে অগ্রাধিকার পাবেন। রোববার বিকালে ফরিদপুরের মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ডের বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন এতদিন যারা ফ্যাসিট আওয়ামীলীগের সাথে হালুয়া রুটি ভাগাভাগি করে খেয়েছেন, যারা দলের সাথে বেঈমানি করে বিএনএম পার্টির সাথে মিশে নোঙরের পক্ষে কাজ করে এখন বিএনপির বড় নেতা সাজতে এসেছেন তাদেরকে বিএনপিতে স্থান হবেনা। তিনি বলেন বিএনপি বড়দল গ্রুপিং থাকবেই কিন্ত কমিটি যেন স্বচ্ছতার সাথে হয়। কারন আমরা সবাই বিএনপির লোক।
মধুখালী পৌরসভার বিএনপির প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শরিফুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় ১নং ওয়ার্ড সভাপতি প্রার্থী রাজ্জাক শেখ, শাহজাহান মেখ, ইসলাম শেখ, হাসান মোল্যা, সাধারন সম্পাদক প্রার্থী গৌর পদ, রিপন মোল্যা, ঝনু বিশ্বাস, সাংগাঠনিক প্রার্থী ফিরোজ মোল্যা,হাফিজুর রহমান হাফিজ। এসময় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত চিলেন।