রাজধানীর মহাখালী এলাকায় রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাওয়া ক্লাবের বিপরীতে অবস্থিত ইউরেকা ফিলিং স্টেশন ও যমুনা পেট্রোল পাম্পে আগুনের সূত্রপাত ঘটে, এবং এতে কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল বহনকারী গাড়ি থেকে পাম্পে তেল নেওয়ার সময়ই আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে পাম্পের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের খবর পাওয়া মাত্রই ১০টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করা হয়। তবে মহাখালীর যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
আংশিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে প্রথমে ৩টি ইউনিট কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ইউনিট মোতায়েন করা হয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সবাই সতর্ক করে জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং বিস্ফোরণের আশঙ্কার কারণে এই অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।