‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে তোলপাড়, দুদকের তদন্ত কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫, ০৮:০৪ পিএম
‘অসমাপ্ত আত্মজীবনী’ ঘিরে তোলপাড়, দুদকের তদন্ত কার্যক্রম শুরু

সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দলের নাম উঠে এসেছে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশকে কেন্দ্র করে। অভিযোগে বলা হয়েছে, বইটি লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আনুগত্য নিশ্চিত করার পরই জাবেদ পাটোয়ারী আইজিপি পদে নিয়োগ পান। বইটির প্রকাশ ও তা লিখতে থাকা দলের সদস্যদের অর্থ ও ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত তথ্য জাতীয় গোয়েন্দা সংস্থা দুদকের নজরে এসেছে এবং তারা ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করেছে।

ঘটনার প্রেক্ষিতে দুদককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। নোটিশে উল্লেখ ছিল, নথি অনুযায়ী কার্যক্রম না নিলে রিট দায়ের করা হবে। অভিযোগে আরও বলা হয়েছে, ২০১২ সালে প্রকাশিত বইটির ভূমিকায় সাবেক প্রধানমন্ত্রী দাবি করেছেন, শেখ মুজিবুর রহমানের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর বইটি প্রকাশ করা হয়েছে। এতে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা চক্রান্তের ঘটনা উল্লেখ রয়েছে।

সূত্র বলছে, পুলিশের বিশেষ শাখার (এসবি) একাধিক নথিতে দেখা গেছে, বইটি আসলে লিখেছেন জাবেদ পাটোয়ারী ও তার ১২৩ সদস্যের দল। বইটি লেখার বিনিময়ে দলের প্রত্যেক সদস্যকে রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি টাকা করে প্রদান করা হয়েছিল। এ কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

অভিযোগে আরও বলা হয়, জাবেদ পাটোয়ারী নিজের প্রার্থিতা ও মন জয় করার জন্য বইটি লিখে ছিলেন, যার প্রভাব ২০১৮ সালের রাতের ভোটেও প্রতিফলিত হয় বলে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে উল্লেখ করেছেন।

দুদক এই অভিযোগগুলো গুরুত্বসহকারে গ্রহণ করেছে এবং গোয়েন্দা পর্যায়ে তদন্ত শুরু করেছে। প্রাপ্ত নথি ও সাক্ষ্য বিবেচনায় নিয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে