‘অভয়াশ্রাম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’ শ্লোগানকে সামনে রেখে সারদেশের ন্যায় ১৮ আগস্ট সোমবার সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস সপ্তাহ-২০২৫ উদ্ধোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণিতে সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। এসময় উপজেলা তিন জন মৎস্যচাষিকে মানসম্মত দেশি মাছের রেনূপোনা উৎপাদন করাতে শংকর, সবুজ হোসেন বেপারী ও সফিকুল মিয়াকে পুরস্কার দেওয়াহয়।
উপজেলা সমাজ সেবা অফিসার (দ:) সুশান্ত বালার সঞ্চালনায় সভায় বক্তব্যরাখেন, উপজেলা কৃষি অফিসার পিযূষ রায়, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক লাল মল্লিক, ভোগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্রনাথ মিস্ত্রী, মৎস্যচাষি শংকর, সবুজ হোসেন বেপারী ও সফিকুল মিয়া প্রমূখ।