নাটোরের সিংড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখায় পরিবেশবাদী সংগঠন “চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি” সহ আরো তিন সফল মৎস্য চাষীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজয়ে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউএনও মাজহারুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, প্রাণি সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, বিএডিসি (ক্ষুদ্র সেচ) কর্মকর্তা মানিক রতন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান প্রমূখ।