পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সাবেক এমপি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলামের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে শোডাউন শুরু হয়। কয়েক হাজার মোটরসাইকেলের এই শোডাউনে একটি খোলা জিপে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতৃত্ব দেন কে এম আনোয়ারুল ইসলাম। মোটরসাইকেলের এই বিশাল বহর চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সহযোগি সংগঠণের কয়েক হাজার নেতা-কর্মী সমর্থক অংশ নেন। মোটরসাইকেল শোডাউনন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নারী-পুরুষ আনোয়ারুল ইসরামকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আনোয়ারুল ইসলামও তাদেরকে হাত নেড়ে অভিনন্দন জানান। শোডাউনে হাজার হাজার নেতা-কর্মীর মুখে শ্লোগান ছিলো ‘আনোয়ার ভাই ভয় নাই,রাজপথ ছাড়ি নাই’,দাবি মোদের একটাই চাটমোহরের প্রার্থী চাই,দাবি মোদের একটাই স্থানীয় প্রার্থী চাই,মানিনা,মানবো না,বহিরাগত মানবো না।