দুই সন্তানের জননীকে নিয়ে উধাও যুবদল নেতা!

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৭:৩৫ পিএম
দুই সন্তানের জননীকে নিয়ে উধাও যুবদল নেতা!

পাবনার চাটমোহরে যুবদলের নেতা দুই সন্তানের জননী এক ব্যাংকারের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে তাকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অতি সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে। এ বিষয় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। উধাও হওয়া যবুদল নেতার নাম হুমায়ুন কবির সোহাগ। সে চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও কাটাখালী এলাকার প্যাসিফিক একাডেমি স্কুলের পরিচালক। 

স্থানীয় সূত্রে জানা গেছে,হুমায়ুন কবির সোহাগের সাথে দীর্ঘদিনের পরিচয় কাটাখালী গ্রামের আব্দুল করিমের মেয়ে সীমা খাতুনের। এরপর সীমার বিয়ে হয় চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার ব্যাংকে কর্মরত আলতাব হোসেনের সাথে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অপরদিকে হুমায়ুন কবির সোহাগও বিবাহিত। তারও ঘরে দুইটি সন্তান রয়েছে। কিছুদিন আগে সীমা তার স্বামীর বাড়ি থেকে সোহাগের সাথে পালিয়ে যান। এরপর রহস্যজনকভাবে ফের স্বামীর ঘরে ফিরে আসেন সীমা। কিন্তু স্বামী তার প্রতারণার বিষয়টি বুঝতে পারেনি। সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রীকে গ্রহণ করেন। কিন্তু আবারো সীমা গত ২৩ জুলাই স্বামীর ঘর থেকে হুমায়ুন কবির সোহাগের সাথে উধাও হয়েছেন। এ বিষয়ে আলতাব হোসেন চাটমোহর থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়রি করেছেন। যার নং ১৫৯২,তাং ২৫/০৭/২০২৫ ইং। এদিকে উপজেলা যুবদলের নেতা হুমায়ুন কবির সোহাগের এহেন কর্মকান্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয়ভাবে এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

এ বিষয়ে কথা বলার জন্য হুমায়ুন কবির সোহাগের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে,তার ফোনের সুইচঅফ পাওয়া যায়। উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন জানান,বিষয়টি শুনেছি। জেলা নেতৃবৃন্দকে অবগত করানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে