বরিশালের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৪ এএম
বরিশালের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রধানশিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, তাদের অভিভাবক ও এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায়। বিক্ষোভ চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তারা হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা নিপা রানী পালের বদলরী আদেশ প্রত্যাহার এবং স্কুলের পড়ালেখা বাদ দিয়ে ফেসবুক ও ইউটিউব দেখে সময় কাটানো সহকারী শিক্ষিকাদের শাস্তির দাবি করেন। মহাসড়ক অবরোধের পূর্বে স্কুল মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সভায় অভিভাবক দেলোয়ার হোসেন গাজীর সভাপতিত্বে মেহেদী হাসান শ্যামল খলিফাসহ অন্যান্য অভিভাবকরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, স্কুলের কয়েকজন সহকারী শিক্ষক স্কুল চলাকালীণ সময়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস ফাঁকি দিয়ে ফেসবুক ও ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়াও তাদের ব্যাপক অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষকদের রোষানলে পরেন প্রধানশিক্ষিকা নিপা রানী পাল। ফলশ্রুতিতে অভিযুক্ত সহকারী শিক্ষকদের পরিবর্তে রহস্যজনক কারনে প্রধানশিক্ষিকা নিপা রানী পালকে বদলী করা হয়েছে। প্রধান শিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও বক্তারা হুমকি প্রদর্শন করেন। উল্লেখ্য, এর পূর্বে একই দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রধানশিক্ষিকার বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে লিখিত আবেদন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে