পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংগঠণ জনহিতৈষী সংস্থার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট স্থাপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সংস্থার ছাইকোলাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার ও ছাইকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আব্দুল গণি। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১৬টি দরিদ্র পরিবারে স্বাস্থ্যসম্মত সেমিপাকা এই টয়লেট স্থাপন করা হচ্ছে।
জনহিতৈষী সংস্থার সভাপতি মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,জনহিতৈষী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রবিউল করিম। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক ছাইকোলা শাখার ব্যবস্থাপক চয়ন ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সংস্থার সহ-সভাপতি মুরশিদুল ইসলাম মুরাদ,নির্বাহী সদস্য মোঃ আবু হানিফ,উপকারভোগি সদস্য শামেলা খাতুন প্রমুখ।