বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক, চোরাই পণ্য জব্দ

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫, ০১:৩৩ পিএম
বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক, চোরাই পণ্য জব্দ

বেনাপোল সীমানে— অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা।

বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান— এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমলেশ মন্ডল ভারতের চব্বিশ পরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডলের ছেলে।

অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি সীমান— এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, চায়না দোয়ারি জাল ও কসমেটিক্সস সামগ্রী জব্দ করা হয়। এসময় বেনাপোল আইসিপি সীমান— এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। 

জব্দ করা এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে সীমানে— বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে