চাটমোহরে অন্তঃস্বত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৫, ০৪:৪৩ পিএম
চাটমোহরে অন্তঃস্বত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা পূর্বপাড়া গ্রামে ৮ মাসের অন্তঃস্বত্বা এত গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ি ও সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে। নিহত গৃহবধূ ওই গ্রামের সৌদি প্রবাসী মঞ্জিল হোসেনের ৪র্থ স্ত্রী শাপলা খাতুন (২৩)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করেছে। আটক করা হয়েছে নিহতের শাশুড়ি মনোয়ারা বেগম (৬৫) ও সৎ ছেলে শিপন হোসেন (২৫) কে।

প্রতিবেশিরা জানান,মঞ্জিল হোসেন ইতোপূর্বে আরো তিনটি বিয়ে করেছিল। শাপলা তার ৪র্থ স্ত্রী। প্রথম স্ত্রীর সন্তার শিপন। প্রায় ১ বছর আগে মঞ্জিল সৌদি আরব গেছেন। প্রায়ই শাপলাকে নির্যাতন করতো শাশুড়ি ও সৎ ছেলে। আজকেও (২৯ আগস্ট) তাদের মধ্যে ঝগড়া হয়। সকাল ১১টার দিকে শাশুড়ি ও সৎ ছেলে প্রতিবেশিদের জানায়,শাপলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শাপলার মৃতদেহ ঘরে বিছানার উপর পড়ে ছিল। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কোন লক্ষণ পাওয়া যায়নি। এসময় শিপন ও তার দাদী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাদের আটক করে বেঁধে রাখেন। প্রতিবেশিদের ধারণা শাপলাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এলাকাবাসী আটক দুইজনকে পুলিশে সোপর্দ করে। 

এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,ঘটনাস্থলে পুলিশ গেছেন। এটা হত্যা নাকি আত্মহত্যা,তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও সৎ ছেলেকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে বলবো।    

আপনার জেলার সংবাদ পড়তে