পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। গতকাল রোববার উক্ত ইউনিয়নের সচেতন মহলের উদ্যোগে পাবনা-সুজানগর প্রধান সড়কের রাইপুর এলাকা অবরোধ করে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
জানা যায়, জানা যায়, দীর্ঘদিন ধরে মানিকহাট ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম পার্শ্ববর্তী সাতবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে পরিচালিত হয়ে আসছে। এতে ভূমি উন্নয়ন কর প্রদান এবং জমির নামজারিসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়নবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। আর ওই দুর্ভোগ লাঘবের লক্ষে ওইদিন সকাল ১১টা থকে দুপুর ১টা পর্যন্ত টানা ২ঘন্টা পাবনা-সুজানগর প্রধান সড়কের রাইপুর এলাকা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চলাকালে পাবনা-সুজানগর প্রধান সড়কে যাত্রীবাহী বাসসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের হস্তক্ষেপে যানচলাচল শুরু হয়।