আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি শুরু করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম
আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি শুরু করেছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরিতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুত করতে মাঠ কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি ইতিমধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করে প্যানেল প্রস্তুত করতে হবে। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

এর আগে কমিশন জানিয়েছিল, নির্বাচনকে সুষ্ঠু ও দক্ষভাবে পরিচালনার জন্য প্রায় ৯ লাখ ২৫ হাজার ৬০৫ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি মাস (সেপ্টেম্বর) থেকেই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে পারে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার জেলার সংবাদ পড়তে