বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা শিগগিরই সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২২ পিএম | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২২ পিএম
বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা শিগগিরই সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় গভীর উদ্বিগ্ন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেন, এই সমস্যার সমাধান সম্ভব আলোচনা ও সংলাপের মাধ্যমে।

ড. আবরার জানান, শিক্ষাঙ্গনে যে অস্থিরতা দেখা দিয়েছে, তা অবশ্যই শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলেছে। তবে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে এই সমস্যা সমাধানে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এই ঘটনার সমাধান হয়ে যাবে।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ও মন্ত্রণালয় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সমস্যার সমাধানের জন্য সবার প্রতি ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

এবার শিক্ষার্থীদেরও ধৈর্যধারণ করতে হবে এবং সহনশীলতার সঙ্গে সমাধানের দিকে এগিয়ে যেতে হবে, বলে উল্লেখ করেন উপদেষ্টা।

আপনার জেলার সংবাদ পড়তে