ভোলার দৌলতখানে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উপজেলা কোঅর্ডিনেশন মিটিং অন টিসিভি ক্যাম্পেইন বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তিরানী কৌরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন প্রোগ্রামে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান, থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন আবির প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আনিসুর রহমান জানান, এটিকা খুবই নিরাপদ। টাইফয়েট, কনজুগেট, ও ভ্যাকসিন নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠান ও অভিভাবক নিজ নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করবেন। দৌলতখান উপজেলায় টার্গেট উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ হাজার ১ শত ১৪ জন শিক্ষার্থীদেরকে এ টিকা প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু করা হবে। চলবে ১৮ কর্ম দিবস পর্যন্ত। প্রথম ১০ কর্ম দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী আট কর্ম দিবসে কমিউনিটিতে টিকা দেয়ার কার্যক্রম চলবে । উপজেলা ব্যাপী ক্যাম্পেইনে টিকাদানে ৮১ জন কর্মী, ২৭ জন প্রথম সারির তদারককারী ও ৮ শত ১০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।