দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। একই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ হয়েছে ২৬ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিজার্ভের এ প্রবৃদ্ধি মূলত রপ্তানি আয় ও প্রবাসী আয় বৃদ্ধির ইতিবাচক ধারার ফল।
কেন্দ্রীয় ব্যাংকের আগের তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার এবং আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র পাঁচ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৬০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, রিজার্ভের দুই ধরনের হিসাব পদ্ধতি রয়েছে। একটি হলো গ্রস রিজার্ভ, যেখানে দেশের মোট বৈদেশিক মুদ্রা সঞ্চয় ধরা হয়। অপরদিকে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ গণনা করা হয়। এই নিট রিজার্ভই আন্তর্জাতিক মানদণ্ডে বেশি গুরুত্ব পায়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বৈদেশিক আয় বৃদ্ধির ফলে দেশের রিজার্ভ ইতিবাচক ধারায় আছে। তবে আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণের পরিশোধ পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে