মুন্সীগঞ্জের লৌহজংয়ে দীর্ঘ ১৪ বছর আইনি লড়াই শেষে পৈতৃক ওয়ারিশের সম্পত্তি ফিরে পেয়েছে বৃদ্ধা মায়া বেগম ও তার দরিদ্র পরিবার। আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ১০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে। সোমবার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ইশরাত কমিউনিটি সেন্টারের পাশের দক্ষিণ হলদিয়া মৌজার আরএস ১৩৯ ও ১৪০ নম্বর দাগের জায়গায় অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ আদালত থেকে দ্বায়িত্ব প্রাপ্ত নাজির মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স পুলিশের একটি দল, লৌহজং থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস।
স্থানীয় সূত্রে জানা যায়, মায়া বেগমের পৈতৃক ওয়ারিশ সম্পত্তি দীর্ঘ ১৪ বছর ধরে দখল করে রেখেছিলেন এলাকার মো. সোহেল শেখ নামে এক ব্যক্তি। এ সময় তারা জাল-জালিয়াতির মাধ্যমে সম্পত্তির কিছু অংশ কয়েক দফায় বিক্রিও করেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে মায়া বেগম ২০১১ সালে মুন্সীগঞ্জ দেওয়ানি আদালতে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মায়া বেগমের পক্ষে রায় ঘোষণা করেন।
মায়া বেগম আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেক ছোটবেলায় আমাদের বাবা মারা গেছেন। মা অনেক কষ্ট করে আমাদের পাঁচ ভাইবোনকে মানুষ করেছেন। তিনি দেখে যেতে পারলে অনেক খুশি হতো। এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সোহেলসহ এলাকার অনেকের দ্বারে দ্বারে ঘুড়ছি। কিন্তু সোহেল আমাদেরকে কোন পাত্তাই দেয় নাই। এখন আইনের মাধ্যমে আমার সম্পত্তি আমি ফিরে পেয়েছি। আমি আদালতসহ প্রশাসনের কাছে খুবই কৃতজ্ঞ।