নওগাঁর পোরশায় উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে পোনামাছ বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের মাছে বুধবার পোনামাছ গুলি বিতরণ করা হয়। এতে ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য ১০-৫০কেজি করে পেনামাছ দেওয়া হয়। পোনামাছ বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে পেনামাছ অবমুক্ত করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, মৎস কর্মকর্তা শামীম রেজা(অ.দা.), প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু ও সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।