ডুমুরিয়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (আঃ লতিফ মোড়ল; ডুমুরিয়া, খুলনা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
ডুমুরিয়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

খুলনার ডুমুরিয়ায় গণ সচেতনতা বৃদ্ধি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ হলরুমে খুলনা জেলা দুর্নীতি দমন কমিশন  সমন্বিত কার্যালয়‌  এর সহযোগিতায় এবং  উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির  আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা  দুনীতি প্রতিরোধ কমিটি সভাপতি  ও শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ‍্যক্ষ শেখ শহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ সৌমেন মন্ডলের  সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা  মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস। বক্তব‍্য দেন উপজেলা যুব উন্নযন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান, সমবায় অফিসার সরদার জাহিদূর রহমান, উপজেলা শিক্ষা টেনিং সেন্টারের ইনসট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা  একাড়েমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, অধ‍্যাপক আব্দুল হালিম ঢালী, দুনীতি প্রতিরোধ কমিটির সদস‍্য ও সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব প্রমূখ।  রচনা প্রতিযোগিতায় ক গ্রূফের প্রথম হাজিডাঙ্গা একে মাধ্যমিক বিদ‍্যালয়ের সৌমিক বন্ধন, দ্বিতীয় শোভনা বিরাজময়ী বিদ‍্যালয়ের স্বর্ণা সরকার, তৃতীয় পল্লী জাগরনী বিদ‍্যালয়ের ঐশ্বর্য দেব মল্লিক, খ গ্রুফে মওলনা ভাষানী কলেজের কানিজ ফাতেমা আখি প্রথম বান্দা স্কুল এন্ড কলেজের ঋুত খাতুন দ্বিতীয় ও শাহাপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়ের অর্ণব মন্ডল তৃতীয়। বির্তক প্রতিযোগিতায় ক গ্রুফে চ‍্যম্পিয়ান হাজিড়াঙ্গা একে মাধ‍্যমিক বিদ‍্যালয়ও  রানার্স আফ গুটুদিয়া এসিজিবি মাধ‍্যমিক বিদ‍্যালয়। খ গ্রুফে চ‍্যাম্পিয়ান বান্দা স্কুল এন্ড কলেজ ও রানার্সআফ ডুমুরিয়া  এনজিসিএন্ড এনসিকে মাধ‍্যমিক বিদ‍্যালয়। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে