চলতি বর্ষা মৌসুমে পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চায়না দুয়ারী ও বেড় জালের পাশা-পাশি গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গাজনার বিলের আশপাশের ৮/১০টি গ্রামে ৫/৬‘শ মৎস্যজীবী রয়েছে। ওই সকল মৎস্যজীবীরা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী, বেড়, ও খড়া জাল দিয়ে মাছ শিকার করার পাশাপাশি ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে রুই এবং কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করছে। বিলপাড়ের উলাট গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী প্রথমে বিলের নির্দিষ্ট একটি জায়গার চারপাশ বেড় জাল দিয়ে ঘেরাও করে। এর পর তারা ঘেরাওকৃত জায়গার মাঝে ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট ছেড়ে দেয়। এতে ওই জায়গার মাঝে থাকা রুই, কাতলা এবং বানসহ অন্যান্য মাছ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে ভেসে উঠে। এ সময় মৎস্যজীবীরা সহজে ওই মাছ শিকার করে। বিলপাড়ের হাটখালী গ্রামের বাসিন্দা ফজলুর রহমান বলেন মৎস্যজীবীরা প্রতিদিন দুপুরে এবং রাতে বিল থেকে ক্ষতিকর গ্যাস ট্যাবলেট দিয়ে ওই মাছ শিকার করে প্রকাশ্যে উপজেলার হাট-বাজারে বিক্রি করলেও দেখার কেউ নেই। ফলে মৎস্যজীবীরা প্রতিদিন অবাধে বিলে গ্যাস ট্যাবলেটের পাশাপাশি চায়না দুয়ারী ও বেড় জাল দিয়ে মাছ শিকার করছে। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নূর কাজমীর জামান খান বলেন বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে বিলে অভিযান চালিয়ে ওই সকল মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।