প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে বিএনপি। উপজেলা ও পৌর বিএনপির ডাকে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে শোভাযাত্রা শেষে মুক্ত মঞ্চে আলোচনা সভা করে। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, জেলা বিএনপির সদস্য ড্যাব নেতা ডা. ইউনুস আলী, ড্যাব নেতা ডা. মারুফ হোসেনসহ অনেকে।