পার্বতীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (সোহেল সানী; পার্বতীপুর, দিনাজপুর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৩ পিএম
পার্বতীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার দিবসটি উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা। বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক। 

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবায়ের হোসেন বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফছার আলী সরকার, সম্পাদক একরামুল হক ও মন্মথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালীতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতী দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্য জীবি দল, জিয়া পরিষদ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে