লৌহজংয়ে শিক্ষার্থীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম
লৌহজংয়ে শিক্ষার্থীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

মুন্সীগঞ্জের লৌহজংয় উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার ৩ আগস্ট সকাল ১০ ঘটিকায় উপজেলার লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির লৌহজং ইউনিটের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম ফেরদৌস হেলালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনার দ্বায়িত্বে ছিলেন যুব রেড ক্রিসেন্টের লৌহজং ইউনিটের দলনেতা নাজনীন আক্তার। 

এই ক্যাম্পিংয়ের কর্মসূচীতে লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪ শত শিক্ষার্থীর ব্লাড গ্রুপ, ওজন সহ শিক্ষকদের ডায়বেটিস,  ব্লাড প্রেসার,  ব্লাড গ্রুপ ও ওজন পরিমাপ করে দেয়া হয়। লৌহজং উপজেলার মালিরঅংক বাজারের ইসলামী জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এই মেডিকেল ক্যাম্পিংয়ের সার্বিক সহযোগিতা করেন।

আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট দুর্যোগ বিভাগের প্রধান মুস্তাকিম আহমেদ, দুর্যোগ বিভাগের উপ-প্রধান মারজান হোসাইন সিয়াম, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিমেল খান সাইমন, নয়ন, আল-হাসান, মুন, ইলমা, রিফাত, পারভেজ, দিসাদসহ অন্যান্য স্বেচ্ছাসেবীগন। এছাড়াও এই প্রোগ্রামে কাজ করেছেন ইসলামি জেনারেল হাসপাতালের প্যাথলজিস্ট শেখ রিদয়, ইমন খান ও রেড ক্রিসেন্ট লৌহজং ইউনিটের মেডিকেল টিম।

আপনার জেলার সংবাদ পড়তে