রাজশাহীর বাঘায় পদ্মার চরে ডাকাতি মামলার ৩ জন আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) কুষ্টিয়ার দৌলতপুর ও বাঘা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথকভােিব তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোন-চকরাজাপুর চরের তুহিন মালিথা, শিপন আলী ওরফে কালু, ইসরাফিল ওরফে আশরাফুল ইসলাম।
তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি অপ্পো মোবাইল ফোন, নগদ ৯ হাজার ৭০০ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ৪ টি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
অপর দিকে বাঘা থানার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রফিকুল ইসলাম, আব্দুর রহিম, গোলাম মোস্তফা, আজিজুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ১৮ জুলাই রাতে কালিদাসখালী চরে একরাতে চার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নদী পথে টলার যোগে পালিয়ে যায়। এ ঘটনায় ৩ জন ডাকাতকে এবং মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন পলাতক আসামী গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।