কয়রায় জামায়াত নেতা মাওলানা আবুল কালামের গন সংযোগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম
কয়রায় জামায়াত নেতা মাওলানা আবুল কালামের গন সংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় উপজেলা কয়রা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূলতার  শিকার হয়ে এসেছে। কয়রা সবসময় অবহেলিত থেকেছে। এই জনপদের মানুষের জীবন যাত্রার মান ও সার্বিক উন্নয়নে সকলেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে দল-মত, ধর্ম-বর্ণ  নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনের বনদস্যু দমন করা , সুন্দরবনে ইকো ট্যুরিজম গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, কৃষি খাত উন্নয়ন, বন্ধ স্লুইস গেটগুলো সংস্কার করাসহ কয়রার সমস্যা দুর করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলে এগুলো সমাধানের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ) সকাল ৯ টায় কয়রা উপজেলার সদর ইউনিয়নের ফুলতলা বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময়ে মাওলানা আবুল কালাম আজাদ বলেন,  স্বাধীনতার ৫৪ বছরে যারা এদেশের ক্ষমতার মসনদে বসেছে, তারা জনগণের শাসক না হয়ে শোষক হয়েছে। ইতোপূর্বে যারা ক্ষমতায় এসেছে তাদের ইতিহাস আপনারা জানেন। এবার নতুন ইতিহাস তৈরি করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন একটি সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে । এদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এ সময় গণসংযোগকালে তার সাথে  উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা উপজেলা কর্মপরিষদ সদস্য  ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব,  জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান মোল্লা, সহকারি সেক্রেটারি মাওলানা মোস্তাকিম বিল্লাহ, বায়তুলমাল সম্পাদক এফ এম মাকসুদুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম,  ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন  রকি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ব্যবসায়ী শেখ মজিবুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে