নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা, নির্যাতনসহ নানা অপরাধে জড়িত থাকায় ৪১২ জন পুলিশ সদস্যকে শাস্তি দিয়েছে বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশ। গত দুই বছরে এসব দন্ডপ্রাপ্তদের মধ্যে ১৭৩ জন মেট্রোপলিটন এবং ২৩৯ জন জেলা পুলিশের সদস্য। আর শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৯৩ জন পুলিশের সাব-ইন্সপেক্টর রয়েছে। বরিশালের নবাগত পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেছেন, অপরাধ করলে বিধি-বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে। এতে নিশ্চিত হচ্ছে বাহিনীর সদস্যদের জবাবদিহিতা ও শৃঙ্খলা। শাস্তি এক সদস্য পেলে সবার ভিতরেই এই ভয় থাকে যে আমি করলেও তো শাস্তি পেতে হবে। কর্মকর্তাদের দাবি, পুলিশে এখন নিয়ম ভেঙে পার পাওয়ার সুযোগ নেই। পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে বিভাগীয় শাস্তির বিধান কার্যকর পদক্ষেপ বলেও তারা উল্লেখ করেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে যদি অপরাধ প্রমাণিত হয় বা সেগুলো প্রমাণের সম্ভাবনা থাকে তাহলে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় যদি তিনি মিথ্যা প্রমাণিত হন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অপরাধ প্রমাণিত হয় তবে কোনো না কোনো ধরণের গুরুদন্ড তাকে পেতে হয়। পুলিশকে নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে বিভাগীয় শাস্তি প্রদানের এই পদক্ষেপ চলমান থাকবে। আইন অমান্য করে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন।