খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদীর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। এসময় তিনি খ্রিস্টানধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে পরিদর্শনের সময় তিনি কেক কেটে বড়দিনের কর্মসূচির শুভ সূচনা করেছেন। পরিদর্শনকালে আবু আবদুল্লাহ খান বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপন উপলক্ষে উপজেলার ২৭ গির্জার প্রতিটিতে সরকারিভাবে পাঁচশ’ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও শান্তিপূর্নভাবে উৎসব উদ্যাপনের লক্ষে গির্জাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিদর্শনকালে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, চার্চের পাল পুরোহিত ফাদার জেরম রিংকু গোমেজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।