ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক-২

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক-২

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি ২ জনকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) পুলিশ আটককৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। জানা গেছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাহজাহান ভুঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫) মঙ্গলবার বিকেলে বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় টহল বিজিবি তাদের আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতরা গার্মেন্টস কর্মী। তারা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে অবৈধ ভাবে যাওয়ার জন্য বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের নামে পাসপোর্ট আইনে থানায় মামলা হয়েছে এবং বুধবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে