চলাচলের রাস্তায় বেড়া

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চলাচলের রাস্তায় বেড়া

প্রায় শত বছরের চলাচলের রাস্তায় বেড়া দিয়েছে প্রতিপক্ষের লোকজনে। এতে ১৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের। ওই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আদেল উদ্দিন আকন অভিযোগ করে বলেন, আমাদের আকন বাড়িতে ১৫টি পরিবারের বসবাস। দীর্ঘ একশ’ বছর ধরে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা ব্যবহার করে বাড়ির লোকজন চলাচল করে আসছে। গত কয়েক বছর ধরে আকন বাড়ির লোকজনের সঙ্গে মসজিদ নিয়ে একই গ্রামের ফরাজী বাড়ির লোকজনের বিরোধ শুরু হয়। ওই বিরোধকে কেন্দ্র করে গত দুই মাসপূর্বে আমাদের বাড়িতে যাতায়াতের একমাত্র প্রবেশপথ আংশিক বন্ধ করে দেয় ফরাজী বাড়ির লোকজন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে ফরাজী বাড়ির সিরাজ, জামাল ফরাজী ও তাদের সহযোগিরা চলাচলের পথ সম্পূর্ন বন্ধ করে দিয়েছে। ফলে ১৫টি পরিবারের কেউ ওই প্রবেশ পথ দিয়ে বাড়ি থেকে বের হতে পারছেনা।  অভিযোগ অস্বীকার করে জামাল ফরাজী বলেন, জমি পরিমাপ করার পর রাস্তার জমি আমাদের মধ্যে পরেছে। আকন বাড়ির লোকজন আমাদের জমির ওপর দিয়ে হাটতে চায়না। এরপরেও স্থানীয় সালিশরা বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করেছে। কিন্তু আকন বাড়ির লোকজন স্থানীয় সালিশ মানেন না। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোলায়মান মৃধা বলেন, রাস্তার জমি ফরাজী বাড়ির লোকজনের মধ্যে হওয়ায় প্রবেশ পথে বেড়া দিয়েছে জানতে পেরে বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। একপক্ষ আপোষ মীমাংসা মানতে চাইলেও অপরপক্ষ তা মানতে নারাজ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে