কলারোয়ার কেরালকাতায় ১০দিন ব্যাপি ডিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৫ পিএম
কলারোয়ার কেরালকাতায় ১০দিন ব্যাপি ডিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

কলারোয়ার কেরালকাতায় ১০দিন ব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে কেরালকাতা ইউনিয়ন পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশা উদ্বোধন করেন-সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অফিসার মো: আশরাফুজ্জামান (বিভিএমএস)। এসময় প্রশিক্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন-উপজেলা আনসার ভিডিপি অফিসার  হালিমা খাতুন, প্রশিক্ষক মোমেনা খাতুন সহ কেলালকাতা ইউনিয়নের ২৪জন নারী ও ৪১জন পুরুষ প্রশিক্ষানার্থী  উপস্থিত ছিলেন। জেলা কমান্ড্যান্ট অফিসার মো: আশরাফুজ্জামান (বিভিএমএস) বলেন-ভিডিপি মৌলিক প্রশিক্ষণ হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি প্রাথমিক প্রশিক্ষণ যা সদস্যদের দেশ সেবায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা, সামাজিক নিরাপত্তা বিধান, রাষ্ট্রের প্রয়োজনে স্বল্পকালীন মোতায়েন এবং কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোগে সহায়তা করা। প্রশিক্ষণের মধ্যে অস্ত্রসহ ও অস্ত্রবিহীন উভয় প্রকারের মৌলিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত, যা পুরুষ ও মহিলা উভয়ের জন্যই পরিচালিত হয়।প্রশিক্ষণের উদ্দেশ্য: গ্রাম ও আশ্রয়ণ প্রকল্পভিত্তিক ভিডিপি প্লাটুন পুনর্গঠন ও হালনাগাদকরণ। আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন। স্থানীয় নেতৃত্ব সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি। আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনী দায়িত্ব পালন, এবং অন্যান্য জরুরি প্রয়োজনে প্লাটুন মোতায়েন করা।

আপনার জেলার সংবাদ পড়তে