বিএনপি নেতা সৃষ্টি করে আর আ’লীগ সৃষ্টি করে গডফাদার: অ্যাড. সজল

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪১ পিএম
বিএনপি নেতা সৃষ্টি করে আর আ’লীগ সৃষ্টি করে গডফাদার: অ্যাড. সজল

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. কামরুল ইসলাম সজল বলেন, গৌরনদী-আগৈলঝাড়ায় আর কোনদিন ফ্যাসিস্টের ঘাঁটি হবেনা। এদেশে বিএনপি নেতা সৃষ্টি করে আর আওয়ামীলীগ সৃষ্টি করে গডফাদার। এটাই বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে পার্থক্য। গডফাদারদের রক্তচক্ষু আপনাদেরকে জয় বাংলা শ্লোগান দেওয়াতে পারে নাই। আজ আপনারা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা। ’৭৫ এ শ্লোগান ছিলো দেশটা মামার আর বরিশালটা আমার। কিন্তু আমরা গণতন্ত্রের জন্য লড়তে ও মরতে প্রস্তুত আছি। আমি ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হবার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ধানের শীষের লোক একটি পরিবার, আমরা এক থাকতে চাই।

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপক্ষ্যে ৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে সাবেক ভিপি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিহয়। এ সময় তিনি আরো বলেন, আমার প্রত্যাশাই গৌরনদী-আগৈলঝাড়াবাসীর জন্য জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে বিএনপিকে শক্তিশালী করতে হবে। ভিন্ন ভিন্ন সভা সমাবেশ না করে এক সাথে সমাবেশ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন- আসুন আমার একজনের দুর্নাম আর একজনকে না বলে দলের জন্য কাজ করি। এই ১৭ বছর আমরা ঢাকায় ছিলাম। ইচ্ছা করলে পালিয়ে থাকতে পারতাম। আপনারা গ্রামে বা এলাকায় থেকেছেন। আপনারা কিন্তু পালাতে পারেননি। আপনাদের সেই কথা স্মরণ রাখতে হবে। 

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে কোন ব্যক্তি বা নেতার পক্ষে নয়; ধানের শীষের পক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের একত্রিত হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে এক হয়ে মাঠে কাজ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব আগৈণঝাড়া কলেজের সাবেক ভিপি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিহয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. কামরুল ইসলাম সজল। 

সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল রহমান শিপন, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ন আহবায়ক আছিয়া আক্তার মুক্তা, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য ক্যাপ্টেন আশ্রাফুল আলম বিপুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে