ভোলার দৌলতখানে বিরোধীয় জমিতে মালিকানার দাবিতে একই জায়গায় দুই মালিকের সাইনবোর্ড দেয়ায় বিবদমান উভয় গ্রুপের মধ্যে মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে । এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভোলা - বাংলাবাজার মহা সড়কের কমর উদ্দিম মসজিদ সংলগ্ন সড়কের পূর্ব পাশে। একই জমিতে দুইজনের মালিকানা দাবি করে দুইটি সাইনবোর্ড দেওয়ায় যেকোনো মুহূর্তে বিবদমান দুই গ্রুপের মধ্যে রক্তপাতের মতো নেক্কারজনক ঘটনার সূত্রপাত ঘটতে পারে বলে সচেতন এলাকাবাসী আশঙ্কা করছেন ।
বিরোধীয় জমিতে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের কমর উদ্দিন সড়কের পাশে প্রায় সাত বছর আগে ২ একর, ২৩ শতাংশ জমি ক্রয় করে নান্নু কোম্পানি ওরফে নান্নু ফরাজি। ক্রয়কৃত ওই নাল জমির ডোবা বালু দিয়ে ভরাট করে মেসার্স কমর উদ্দিন ফিলিং স্টেশন এর জন্য নির্ধারিত (প্রস্তাবিত) স্থানের একটি সাইনবোর্ড স্থাপন করেন তিনি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নান্নু কোম্পানি প্রায় আট বছর আগে জমি ক্রয় করেন। ওই জমিতে একটি অস্থায়ী টিনের ঘর উত্তোলন করে প্রস্তাবিত মেসার্স কমর উদ্দিন ফিলিং স্টেশন এর জন্য নির্ধারিত স্থানের জন্য একটি সাইনবোর্ড দেন। নান্নু কোম্পানির বাড়ি চরপাতা ইউনিয়নের নলগোড়া ৩ নং ওয়ার্ডের ফরাজী বাড়ি।
নান্নু কোম্পানির ক্রয়কৃত ওই জমিতে রবিবার ৭ সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী দর্জিবাড়ির বাছেদ গং রেজিস্ট্রি বায়না সূত্রে একশত উনিশ শতাংশ জমির মালিক দাবি করে একটি সাইনবোর্ড লাগান। এতে জমির মালিকানা নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
নান্নু কোম্পানি আমার দেশকে জানান, চট্টগ্রামের মমিন ট্রান্সপোর্টের মুমিন থেকে ১ একর ২৮ শতাংশ, ২ বছর আগে মনিরুজ্জামান থেকে ৯৪. ৬০ পয়েন্ট মোট ২ একর ২৩ শতাংশ
জমি ক্রয় করেন তিনি। নামজারি করা নিয়মিত খাজনা দেয়া ওই জমিতে একটি টিনশেড ঘর নির্মাণ করে সাইনবোর্ড লাগানো হয়েছে। বাছেদ গং আমার বাড়িতে রাতের আঁধারে গিয়ে হুমকি ও ভয় দেখায়। আমার জমিতে টিনশেড ঘর ভেঙ্গে ফেলে এবং সাইনবোর্ড সরিয়ে দেয়। প্রতিপক্ষ আদালতে জমির উপর নিষেধাজ্ঞা চাইলে আদালত ওই নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। বর্তমানে তারা ওই নিষেধাজ্ঞার আবেদনটি আদালতে পুনঃ দাখিল করেছেন বলে শুনেছি।
প্রতিপক্ষ বাছেদ মিয়া আমার দেশকে জানান, গত আগস্ট মাসে ২০২৫ মৃত হারুন মোল্লার স্ত্রী জমির মালিক ইরানি বেগমের সাথে দেয়া জমির রেজিস্ট্রি বায়না সূত্রে ১১৯ শতাংশ জমির মালিক হিসেবে তিনি ওই জমিতে সাইনবোর্ড দিয়েছেন।