সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ পিএম
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এর আগে দুপুরের পর শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান শহীদ খানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের প্রয়োজনে পরবর্তীতে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে শহীদ খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই মামলার সূত্রপাত ২৮ আগস্ট ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটরিয়ামে অনুষ্ঠিত একটি গোলটেবিল বৈঠককে ঘিরে। ‘মঞ্চ ৭১’ নামে একটি প্ল্যাটফর্মের আয়োজনে ওই বৈঠকে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে উপস্থিতরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন এবং সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বক্তব্য রাখেন।

শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে ২৯ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় বলা হয়, ৫ আগস্ট আত্মপ্রকাশ করা ‘মঞ্চ ৭১’ সংগঠনের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ এবং জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতির ঘোষণা দেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে ২৮ আগস্ট সকাল ১০টায় বৈঠকের আয়োজন করা হয়, যেখানে আবদুল লতিফ সিদ্দিকী দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন।

অভিযোগে বলা হয়, বৈঠকে লতিফ সিদ্দিকীর পাশাপাশি শহীদ খানসহ ১৬ জন এজহারনামীয় আসামি ও আরও ৭০-৮০ জন উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাদের মধ্যে অনেককে আটক করে।

এই মামলায় এর আগে ২৯ আগস্ট সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে আদালত কারাগারে পাঠান। তাঁদের জামিন একাধিকবার নামঞ্জুর হয়। একই মামলায় এবার সাবেক সচিব শহীদ খানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।

আপনার জেলার সংবাদ পড়তে