জাতীয় ভোক্তা অধিকারে নতুন মহাপরিচালক ফারুক আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২০ পিএম | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২০ পিএম
জাতীয় ভোক্তা অধিকারে নতুন মহাপরিচালক ফারুক আহম্মেদ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদ।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (৮ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফারুক আহম্মেদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাঁকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

এর আগে অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীম আখতার খান ৩১ আগস্ট অবসরে যান। তাঁর অবসরের পর নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে সরকার।

আপনার জেলার সংবাদ পড়তে