বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার দিনগত গভীর রাতে উপজেলার ভান্ডারখোলা গ্রামের প্রবাসী হাবিবুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ বৃষ্টি (২৬) বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৩টা ১০ মিনিটে তাকে **“আননাউন পয়জনিং স্যামস্যা হিস্ট্রি”**তে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃষ্টি সাংবাদিকদের জানান, রাত গভীর হলে বাইরে থেকে তাকে ডেকে তোলা হয়। দরজা খোলা মাত্রই তিনজন নারী তার ঘরে ঢ়ুকে পড়ে। তারা মুখে গজ জাতীয় কিছু ঢ়ুকিয়ে দেয়, ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েন। এরপর তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে নির্যাতনের সময় তাদের একজন বলে, “আমার কাজ শেষ, তোরা যা করবি কর।”
বৃষ্টি আরও অভিযোগ করেন, তার কানের গহনা ও আংটি লুট করে নিয়ে গেছে ওই নারীরা। এ সময় তার কান ছিঁড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়।
তিনি জানান, শ্বশুরবাড়িতে আসার পর থেকেই নানা সমস্যার মধ্যে রয়েছেন।
এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে স্থানীয়রা বলছেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।