ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে মঙ্গলবার কিবাল ৪ টায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। উদ্বোধনী খেলায় ঢাকা ইউনাইটেড ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী বিজয় ছিনিয়ে নিয়েছেন। উপজেলার স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউযনুছ আলী প্রামানিকের সার্বিক সহযোগীয়তায় এবং পৃষ্ঠপোষকতায় চরভদ্রাসন ইয়ং ক্লাব এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেন।
এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। টুর্ণামেন্টের সভাপতিত্ব করেন স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ প্রামানিক। চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেঃ ড. নিখিল রঞ্জন বিশ্বাস টুর্ণামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফুটবল টুর্ণামেন্টেটি পরিচালনা করেন উপজেলার সাবেক যুবদল নেতা আব্দুল ওহাব মোল্যা।
জানা যায়, এ ফুটবল টুর্নামেন্টে খ্যাতনাম মোট আটটি দল অংশ গ্রহন করবেন। অন্যান্য ফুটবল দলগুলো হলো-চরচাঁদপুর স্পোটিং ক্লাব সদরপুর, হারুন যুবসংঘ ফুটবল একাদশ, খুলনা নৈহ্যাট্টি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি, কুঞ্জনগর বাজার যুবসংখ ষ্পোটিং ক্লাব নগরকান্দা, রাজবাড়ী সূর্যসেনা ক্লাব রাজবাড়ী ও প্রভাতী ফুটবল গ্রুপ চরভদ্রাসন।
উদ্বোধনী খেলার প্রথমার্ধে কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী ৩-০ গোলে এগিয়ে থাকেন। খেলার দ্বিতীয়ার্থে ঢাকা ইউনাইটেড ক্লাব একটি গোল করে ৩-১ গোলে অভস্থান করেন। কিন্তু কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমী খেলার দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ৪-১ গোলে বিজয় ছিনিয়ে নেন। এ ফুটবল টুর্ণামেন্টের প্রধান রেফরিংয়ের দায়িত্ব পালন করেন ফাহিম আহাম্মেদ। সহকারী রেফরিংয়ে ছিলেন মিনার বিশ্বাস ও নাসির হোসেন। টুর্ণামেন্টে ধারাভাষ্য প্রদান করেন মোঃ সাজ্জাত হোসেন সাজু, মোজাফ্ফর হোসেন জাফর ও মোঃ নজরুল ইসলাম।